মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
ফ্রেন্ডস ফোরাম ও সমমনা শিক্ষক সমাজ কাশিয়ানীর উদ্যোগ

কাশিয়ানীতে ক্যালেন্ডার বিতরণ

মো. নিজামুল আলম মোরাদ
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
কাশিয়ানীতে ক্যালেন্ডার বিতরণ
ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুজ্জামান

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ও সমমনা শিক্ষক সমাজের যৌথ উদ্যেগে ৬ পৃষ্ঠার একটি নান্দনিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। নতুন বছরকে সামনে রেখে গত ২৩ জানুয়ারি মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুজ্জামান এবং পরে তা বিতরণ করা হয়। এ আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সমমনা শিক্ষক সমাজের সভাপতি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা আলহাজ মো. বেলায়েত হোসেন, কাশিয়ানী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা কাজী ওমর হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, সমমনা শিক্ষক সমাজের উপদেষ্টা শিক্ষক সমিতির সভাপতি মোলস্না মো. আবুল বসার, ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি সহযোগী অধ্যাপক সুলতানুল আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হানিফ, সমমনা শিক্ষক সমাজের উপদেষ্টা মোহাম্মদ হোসেন, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, রিপোর্টার্স ফোরামের উপদেষ্টা মো. মিল্টন খান ও সাংবাদিক শেখ মো. পারভেজ, সাংবাদিক মো. ইবাদুল রানা প্রমুখ। আনুষ্ঠানিকতা শেষে ওই দুই সংগঠনের কর্মীরা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে ক্যালেন্ডার পৌঁছে দেন

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম কাশিয়ানী, গোপালগঞ্জ।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে