বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

পরশুরামে কার্যকরী কমিটি গঠন

আবু ইউসুফ মিন্টু
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
পরশুরামে কার্যকরী কমিটি গঠন
ফ্রেন্ডস ফোরাম পরশুরামের বন্ধুরা কমিটি গঠন শেষে ফটোসেশনে

ফেনী জেলার পরশুরামে দেশের বহুল প্রচারিত পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরামের কমিটি গঠন করা হয়েছে। বন্ধুত্ব করি, দেশ গড়ি' এই সেস্নাগানে উদ্বুব্ধ হয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সমাজের জন্য শুভ কাজ করতে একতাবদ্ধ হন। গত বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়। প্রথমে সবাই সবার সঙ্গে পরিচিতি পর্ব সেরে নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- আবুল খায়ের লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যায়যায়দিন প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা আবু ইউসুফ মিন্টু। অনুষ্ঠানের শুরুতেই ফ্রেন্ডস ফোরামের গঠনতন্ত্রের আলোকে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। 'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- সেস্নাগান নিয়ে পথচলা ফ্রেন্ডস ফোরাম পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, কার্যক্রমগুলোর মধ্যে যে বিষয়গুলো থাকবে, তা হলো- আবৃত্তি, বিতর্ক, নাচ, গান, ছবি আঁকা ও লেখালেখিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং প্রয়োজনে এসব বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহণের পাশাপাশি রক্তদাতাদের ডাটাবেইজ তৈরি করা, সড়কে গাড়ি দুর্ঘটনা হ্রাসকল্পে চালক-পথচারী সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা কর্মসূচি গ্রহণ করা, এইডসসহ বিভিন্ন মারাত্মক ব্যাধি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে কর্মসূচি গ্রহণ করা, সর্বোপরি জনকল্যাণমূলক যে কোনো কর্মসূচি গ্রহণ করা হবে। অনুষ্ঠানে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা দেশ ও দেশের মানুষের কল্যাণে পাশে থেকে কাজ করবে বিভিন্ন রকম দুর্যোগ ও জনকল্যাণে। সবুজায়নের জন্য গাছের চারা রোপণে যথেষ্ট সচেতনতা নিয়ে কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে স্বোচ্চার হবে।

আলোচনা সভা শেষে কমিটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি : আবুল খায়ের লিটন, সহ-সভাপতি : মো. শাহিন, শামীম ভূঁইয়া সুমন, রেজাউদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক : আব্দুল মন্নান, যুগ্ম সাধারণ সম্পাদক : নাজিম উদ্দিন ও আলী আজগর বাবলু, সংগঠনিক সম্পাদক : মো. আলাউদ্দিন, অর্থ সম্পাদক : দেলোয়ার উদ্দিন, দপ্তর সম্পাদক : মো. রিয়াজ উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : আহসান মজুমদার, সংস্কৃতি সম্পাদক : হাবিবুর রহমান বাবু, সমাজকল্যাণ সম্পাদক :শাহাদাত হোসেন সবুজ ক্রিড়া সম্পাদক : সাবাবর আহমদ, শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক : সাইদুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : আহসান করিম তুহিন, প্রচার ও জনসংযোগ সম্পাদক : নূরউদ্দিন, সম্মানিত সদস্য : আবু তালেব রিপন, মো. সোহেল, সাহাব উদ্দিন ও মোহাম্মদ টিপু।

1

উপদেষ্টা

ফ্রেন্ডস ফোরাম পরশুরাম, ফেনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে