বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বোরহানউদ্দিনে ঔষধি গাছের চারা রোপণ

মোবাশ্বির হাসান শিপন
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
বোরহানউদ্দিনে ঔষধি গাছের চারা রোপণ
ফ্রেন্ডস ফোরাম বোরহানউদ্দিনের উদ্যোগে ঔষধি গাছের চারা রোপণ

দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা ২ নভেম্বর শনিবার মৌসুমের শেষ দিকে প্রায় অর্ধশত ঔষধি গাছের চারা রোপণ করেছেন। বোরহানউদ্দিন হ্যালিপ্যাড-সংলগ্ন এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে ওই চারা রোপণ করা হয়। ফ্রেন্ডস ফোরামের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ চারা রোপণ করে কমর্সূচির উদ্বোধন করেন। ওই সময় তিনি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরিবেশ সুরক্ষিত ও সুন্দর রাখে। ফল ও অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়। ফোরামের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রুমু ঔষধি গাছের চারা রোপণের কারণ ব্যাখ্যা করে বলেন, ঔষধি গাছ ক্রমেই বিলুপ্ত হচ্ছে। নিম গাছের পাতা সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড ফিক্স করার জন্য একটি ভালো বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলোর বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে, বিশেষ করে সালফার ডাই-অক্সাইড। একটি পরিপূর্ণ নিম গাছ ১০ টন সমপরিমাণ এয়ারকুলার সমান প্রকৃতিকে শীতল রাখে। এটি এমন একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই মানুষের দৈনন্দিন জীবনে বহুবিধ কাজে ব্যবহার হয়। নিম গাছ পরিণত হলে তার গুঁড়ি দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়। জানালা দরজার কাঠামো তৈরিতেও নিম কাঠ ব্যবহার করা হয়। নিম একটি বহুবর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। এটা আমাদের জন্য জরুরি। গুণের কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিম গাছকে একুশ শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছেন। এছাড়া অর্জুন এবং কিছু হরিতকি গাছের চারাও রোপণ করা হয়েছে। প্রসঙ্গত, সড়ক প্রশস্তকরণের কারণে ভোলা-চরফ্যাশন সড়কের দুই পাশের হাজার হাজার শতবর্ষী গাছ কেটে ফেলা হয়। সড়কের কাজ শেষ হলেও সরকারের কোনো বিভাগ এখন পর্যন্ত চারা গাছ রোপণের উদ্যোগ নেয়নি। চারা রোপণে আরও অংশ নেন ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি মো. নাসিরউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নবীন তালুকদার, সাদ্দাম হোসেন, নুরুল আমিন, মো. আশরাফ, মো. ইলিয়াস প্রমুখ। মৌসুমের শুরুতে ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে ৮ জুন শনিবার জেলার বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা ক্যাম্পাসেও অর্ধশত ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

\হ

1

উপদেষ্টা, ফ্রেন্ডস ফোরাম বোরহানউদ্দিন, ভোলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে