বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কেরাণীগঞ্জে আজ চড়ুইভাতি ও কাবাডি খেলা

কাওসার আহমেদ ও আব্দুর রহিম রানা
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
কেরাণীগঞ্জে আজ চড়ুইভাতি ও কাবাডি খেলা

আজ ৯ নভেম্বর শনিবার, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জ কমিটির উদ্যোগে 'প্রাকৃতিক সৌন্দর্যে একটি দিন আমাদের জন্য বন্ধু' এ স্স্নোগানে 'চড়ুইভাতি ও কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। উক্ত চড়ুইভাতির সার্বিক সহযোগিতায় সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ফ্রেন্ডস ফোরাম বন্ধুরা কাজ করবে। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। সারা দিনব্যাপী এই আয়োজনে থাকছে, সকাল ১০টায় ফ্রেন্ডস ফোরাম (বন্ধু লাল ও বন্ধু সবুজ) টিম কাবাডি ম্যাচ। দুপুর ২টায় নিজেদের রান্না করা খাবার (চড়ুইভাতি), দায়িত্ব্বে থাকবেন সেতু আফরিন ও বাঁধন। বিকেলে ৪টায় গোলস্নাছুট খেলা। চা চক্র ও গল্প আড্ডার মাধ্যমে সমাপ্তি।

সাংগঠনিক সম্পাদক ও দফতর সম্পাদক ফ্রেন্ডস ফোরামের বন্ধুদের নিয়ে লাল এবং সবুজ টিম তৈরি করবেন। স্থান : লেক ভিউ ক্যাফে কলাতিয়া (নজিরপুর); নাওখোলা নদীর পার (টিলা), কেরানীগঞ্জ, ঢাকা।

1

সভাপতি ও সাধারণ সম্পাদক, ফ্রেন্ডস ফোরাম কেরাণীগঞ্জ, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে