সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
বস্তিতে আগুন

একজনের মৃত্যু আশঙ্কাজনক আরও ৩

যাযাদি রিপোর্ট
  ০১ নভেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ০১ নভেম্বর ২০২০, ১০:৫৩
একজনের মৃত্যু আশঙ্কাজনক আরও ৩

রাজধানীর কল্যাণপুরে নতুনবাজার বস্তির ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল বিস্ফারিত হয়ে লাগা আগুনে গুরুতর দগ্ধ কর্মচারী ফারুক আহম্মদের (৩৫) মৃতু্য হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় তিনি মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল জানান, এ ঘটনায় দগ্ধ আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ফারুক বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিলেন। তার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল। অগ্নিদগ্ধ অপর তিনজন হলেন- দোকান মালিক আব্দুল আলিম (৫০), কর্মচারী সাইদুর (৩৩) এবং ওই দোকানে মাল দিতে আসা আমির হোসেন (২৭)। এছাড়া ভাঙারি দোকানটির পাশের দোহার ওয়ার্কশপের আরও ৩ জন তুলনামূলক কম দগ্ধ হন। তারা হলেন-কাইয়ুম (৪০), রাসেল (২৫) ও সুরুজ (২৫)। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১০টার দিকে কল্যাণপুর নতুনবাজার বস্তির ভাঙারি ও আসবাবের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে বেশ কয়েকটি দোকানের পাশাপাশি অন্তত ৭০টি বসত ঘরও পুড়ে যায়। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে জরুরিভাবে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ করার ব্যবস্থা করা হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় দেখাশোনার জন্য মেয়র ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দেন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত শত শত মানুষের আর্তচিৎকারে নতুনবাজার বস্তির পরিবেশ ভারি হয়ে উঠে। অনেকের টাকা-পয়সা, পরণের কাপড়, ঘুমানোর খাট সব কিছুই পুড়ে গেছে। বস্তিবাসী মরিয়ম বলেন, তার পরণের কাপড় বলতে আর কিছুই নেই। তিনি এখন পুরোপুরি নিঃস্ব। আগুনে পুড়ে যাওয়া ঘরের সামনে আলেয়া নামের আরেক নারীকে আহাজারি করতে দেখা যায়। তিনি জানান, তার ঘরে জমানো ১০ হাজারের মতো টাকা এবং মেয়ের বিয়ের জন্য কেনা ৬ আনা ওজনের সোনার কানের দুল ছিল। আগুনে ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পর কোনো কিছুই অক্ষত অবস্থায় পাননি। মরিয়ম-আলেয়ার মতো সর্বহারাদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে