সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে জয়ী মোহাম্মদ হাবিব হাসান। স্পিকার শিরীন শারমিন মঙ্গলবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে আওয়ামী লীগের হাবিব হসানকে শপথ পড়ান। শপথ শেষে হাবিব হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ সচিবালয় সূত্রে জনা গেছে শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।
গত ৯ জুলাই সাহারা খাতুনের মৃতু্যতে শূন্য হয় ঢাকা-১৮ আসন। ১২ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের হাবিব বিজয়ী হন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd