টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬২ শতাংশ। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৩০৭টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯১ জন, ঘাটাইলে ১২, কালিহাতীতে ২১, নাগরপুরে ৬, দেলদুয়ারে ৩, বাসাইল, মির্জাপুর, গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় একজন করে রয়েছেন।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd