শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিসিক নির্বাচনে আ'লীগের কোন্দলে ভরাডুবির শঙ্কা

কাইয়ুম উলস্নাস, সিলেট
  ২০ মার্চ ২০২৩, ০০:০০

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ। তার হার্টে দু'টি রিং বসানো হয়েছে। এ ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এবার সিসিক নির্বাচন না করার চিন্তাভাবনা করছেন বর্তমান মেয়র। এই সমীকরণ কাজে লাগিয়ে বিশ্বনাথ আসনের এমপি প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচন করতে নগরের রাজপথে প্রচারে নেমেছেন। কিন্তু দলীয় কোন্দলের কারণে তার ভরাডুবির শঙ্কা রয়েছে।

সিলেটের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিসিক নির্বাচনে অংশ নিতে দীর্ঘদিন ধরে প্রচারণা ও প্রস্তুতি নিচ্ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আসাদ উদ্দিন আসাদ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু এবং বর্তমান সিসিক কাউন্সিলর আজাদ। এর মধ্যে অনেকটা আচমকা এসে প্রচারণায় নেমেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান। বিভিন্ন সভা-সেমিনারে নৌকার প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর কারণে দলের ভেতর কোন্দলের সৃষ্টি হয়েছে। আনোয়ারুজ্জামানের সমর্থকরা নগরজুড়ে পোস্টার, বিলবোর্ড লাগিয়ে এককভাবে প্রচারণা চালাচ্ছিলেন। যেটা মেনে নিতে পারেনি আওয়ামী লীগের অন্য বলয়গুলোর কর্মীরা। সিলেট নগরজুড়ে এখন আওয়ামী লীগের প্রায় ডজনখানেক নেতার প্রার্থিতার পোস্টার চোখে পড়বে। এতে সিলেট আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল অনেকটা প্রকাশ্যে দেখা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, সিসিক নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্র থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তাই সব নেতা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণায় আছেন। আনোয়ারুজ্জামান শুরুতেই মহানগর ও সিলেট জেলা আওয়ামী লীগের নেতাদের একত্র করতে পারেননি। তিনি অনেকটা এককভাবেই প্রচারণায় নামেন। বিভিন্ন সমাবেশে আনোয়ারুজ্জামানকে পরিচয় করিয়ে দেওয়া হয় সিসিক নির্বাচনের নৌকার মাঝি হিসেবে। এ নিয়ে সিলেটের আওয়ামী লীগের নেতারা আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে গণমাধ্যমে বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, কেন্দ্র থেকে এখনো সিসিক নির্বাচনে নৌকা প্রতীক কারও হাতে তুলে দেওয়া হয়নি। তাই সিসিক নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী আনোয়ারুজ্জামান নন। ওই বিবৃতির পরপরই আওয়ামী লীগের সবগুলো বলয় থেকে ডজনখানেক প্রার্থী নিজেদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে আনোয়ারুজ্জামানের সমর্থকদের প্রচারণা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। নগরজুড়ে বড় বড় বিলবোর্ড লাগানো হচ্ছে। কর্মী-সমর্থকরাও প্রতিদিন পোস্টার সাঁটাচ্ছেন নগরীর অলিগলিতে।

সিলেট জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বলেন, 'আনোয়ারুজ্জামান লন্ডনে রাজনীতি করেছেন। তিনি কোন্দল মিটিয়ে সিলেট আওয়ামী লীগকে এক কাতারে নিয়ে আসতে পারবেন। দলের সবাই তাকে সহযোগিতা করলে তিনি হবেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মতো জনপ্রিয় নেতা।'

জানতে চাইলে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সিসিক মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, 'আমি কেন্দ্রীয় নির্দেশনা পেয়েই সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছি। দল চাইলে নির্বাচন করব। যদি নেত্রী আমার হাতে নৌকা প্রতীক তুলে দেন, তাহলে আমি সবাইকে নিয়েই জয়ী হওয়ার জন্য কাজ করব।'

নির্বাচন প্রসঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, 'দলের দুঃসময় আমি ছিলাম। আজও মাঠের নেতা হিসেবে কাজ করছি। দীর্ঘদিন ধরে সিলেট সিটি নির্বাচনের একজন প্রার্থী হিসেবে প্রচারণায় আছি। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে