শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রাথমিক শিক্ষকদের অনিয়ম ধরতে বিনা নোটিশে পরিদর্শনের নির্দেশ

যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০
প্রাথমিক শিক্ষকদের অনিয়ম ধরতে বিনা নোটিশে পরিদর্শনের নির্দেশ

বিনা ছুটিতে স্কুলে অনুপস্থিত থাকা, নিয়মিত স্কুলে না আসাসহ নানা অভিযোগ রয়েছে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। এসব অভিযোগ পাওয়ার পর বিনা নোটিশে তাৎক্ষণিক পরিদর্শন করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক

শিক্ষা অধিদপ্তর।

গত ১৭ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনছারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, চলতি বছর মার্চ মাসের সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন সব অফিস ও স্কুল পূর্বে থেকে না জানিয়ে তাৎক্ষণিকভাবে পরিদর্শন করতে হবে।

মাঠ পর্যায়ে কাজ করা ?উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিস, পিটিআই সুপারিনটেনডেন্ট, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্র্রাক্টরদের এ নির্দেশনা মেনে পরিদর্শন করার জন্য বলা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, করোনাকালীন বিনা নোটিশে তাৎক্ষণিক পরিদর্শন বন্ধ ছিল। এরপর ২০২২ সালে সীমিত ও অনিয়মিতভাবে এ পরিদর্শন শুরু হয়। ২০২৩ সাল থেকে তাৎক্ষণিক মনিটরিং জোরদার করতে এ নির্দেশনা

দেওয়া হয়েছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর নাছিমা বেগম সংবাদ মাধ্যমকে বলেন, এটা অধিদপ্তরের মাঠ পর্যায়ের নিয়মিত কাজ। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বন্ধ ছিল। ২০২২ সালে সীমিত পরিসরে হলেও পর্যাপ্ত ছিল না। স্কুলের শিক্ষা কার্যক্রম আরও জোরদার করতে ২০২৩ সাল থেকে পূর্বের মতো নিয়মিত মনিটরিং করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে