শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ইসির ক্ষমতা কমাতে আরপিও সংশোধন করা হয়েছে :রিজভী

যাযাদি রিপোর্ট
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
ইসির ক্ষমতা কমাতে আরপিও সংশোধন করা হয়েছে :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি দলের জয় নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানোর জন্য আরপিও সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরবর্তী সময়ে নতুন কমিশন গঠন হলেও যেন অনিয়মের ভোট বাতিল করতে না পারে সেজন্য এই সংশোধনী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে সংশোধনী, কালাকানুন, ইনডেমনিটি- সবকিছু পাস করা হয়েছে বিনা ভোটের অবৈধ সংসদে। পুরো ভোট বাতিলের ক্ষমতা কেড়ে নিয়ে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনের প্রস্তাবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাস করেছে শেখ হাসিনার ভুয়া ভোটের এমপিরা। নিজের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। বর্তমানে নির্বাচন কমিশন স্বাধীন নয়, এটি প্রধানমন্ত্রীর নির্বাচন 'ম্যানিপুলেট' করার একটি মেশিন। নির্বাচনী আইন লঙ্ঘনের কারণে চলমান নির্বাচন বাতিলের যে ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল তা কেড়ে নেওয়া হয়েছে।

রিজভী বলেন, সরকার আবারও এক তরফা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, যার অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চাকরিবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে ভোট চাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সারাদেশে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা এবং মামলার বিবরণী তুলে ধরা হয়। এছাড়াও সরকারদলীয় নেতাদের বিভিন্ন হুমকি ও নেতাকর্মীদের ওপর হামলার ভিডিও প্রদর্শন করা হয়।

জানানো হয়, গত দেড় মাসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২২৫টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৮৬৫ জন এবং আসামি করা হয়েছে ১০ হাজার ১০ জনের অধিক নেতাকর্মীকে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল ইসলাম তেনজিং, খান রবিউল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে