রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৩, ০০:০০
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
সুইডেনে পবিত্র আল-কোরআনের অবমাননার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন যৌথ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে -ফোকাস বাংলা

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে ধর্মভিত্তিক দলগুলো। জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে প্রথমে বিক্ষোভ মিছিল বের করে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়। এরপরেই বিক্ষোভ মিছিল বের করে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর। বিক্ষোভ মিছিল থেকে সংসদে সুইডেনের পক্ষে নিন্দা প্রস্তাব আনার দাবি জানানো হয়।

এদিকে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশও। এদিন জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সিঁড়িতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর ২টা ৩৫ মিনিটে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগর হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়। এতে শত শত মুসলিস্নসহ দলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড়ে ফের সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বিজয়নগর থেকে গুলিস্তান যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে বিশ্বের মুসলমানদের শান্তি ও নিরাপত্তা কামনা করে গণ-দোয়া করা হয়। অন্যদিকে, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বায়তুল মোকাররম মসজিদের ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিছিলের আগে বায়তুল মোকাররম গেটে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আল কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। সুইডেনে আসলে আল কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কোরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিলস্নাহ আল-মাদানী। এছাড়া মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও মহানগর নেতারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

প্রসঙ্গত, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে

ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদের এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কোরআন অবমাননা করার জন্য ওই ইসলামবিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।

বাকস্বাধীনতা সুরক্ষার কথা বলে অভিযুক্ত ব্যক্তিকে এই ধরনের (হ আরও খবর পৃষ্ঠা-৪)

কাজ

করার অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ। এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে পরে অবশ্য পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানায় সুইডেন সরকার।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে সুইডেনের সরকার পুরোপুরি বোঝে যে, সুইডেনে বিক্ষোভের নামে কিছু ব্যক্তির সংঘটিত ইসলামফোবিক কর্মকান্ড মুসলমানদের জন্য আক্রমণাত্মক হতে পারে। আমরা এই কর্মকান্ডের তীব্র নিন্দা করি এবং এসব কাজ কোনোভাবেই সুইডিশ সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না। এ ঘটনার পর ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে