রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

একদিনে ডেঙ্গু শনাক্ত ১৮২ জনের, মৃতু্য ১

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৩, ০০:০০
একদিনে ডেঙ্গু শনাক্ত ১৮২ জনের, মৃতু্য ১
সারাদেশে ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোতে হিসশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ। ছবিটি শুক্রবার মুগদা হাসপাতাল থেকে তোলা -ফোকাস বাংলা

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃতু্য হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যারা নতুন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে

বর্তমানে ১৫২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১১ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৯৭১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৩২৭ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৬৮ জন। ঢাকায় ৬ হাজার ৩৯২ এবং ঢাকার বাইরে ২ হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৫ জনের মৃতু্য হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে