সরকারি চাকরি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবদুস সালাম হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)।
বুধবার চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আলিশাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রামর্ যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুস সালাম ঝালকাঠি জেলার রাজাপুর থানার ফুলোহার এলাকার বাসিন্দা। তিনি নিজেকে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে তিনি চট্টগ্রামের এক ব্যক্তির ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন। একইভাবে রাসেল আহমদ নামে আরেক ব্যক্তিকে একটি এয়ারলাইন্সের প্রটোকল অফিসার পদে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তিন লাখ বিশ হাজার টাকা হাতিয়ে নেন আবদুস সালাম। এ ছাড়া আক্তার হোসেন নামে আরেক ব্যক্তিকে বিমানবন্দরের প্রটোকল অফিসার পদে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
চট্টগ্রামর্ যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বিভিন্ন ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।