বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে মেলা, খেলার হাট, নাগরদোলা, প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। এ বছর পর্যটন দিবসের প্রতিপাদ্য হলো 'টু্যরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট' বা 'পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসের লক্ষ্য। দিনের শুরুতেই সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পর্যটন দিবসে সারা দেশের ইতিহাস-ঐতিহ্যকে এক ছাদের নিচে আনতে বিভাগের শিক্ষার্থীরা মেলার স্টলে নিজ নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজিয়ে বসেন। সংবাদ বিজ্ঞপ্তি