সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান আবহাওয়া বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে তা স্পষ্ট হবে আজ। এছাড়া এটি বাংলাদেশের দিকে আসবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি গবেষক, আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানী মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, নিম্নচাপটি ডিসেম্বরের ১ থেকে ২ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে ও ডিসেম্বরের ২ থেকে ৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় 'মিগজাউম' বা 'মিচাহং'-এ পরিণত হতে পারে।
তিনি আরও জানান, ডিসেম্বরের ৪ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলের মধ্যবর্তী কোনো এলাকার উপকূলে আঘাত হানতে পারে।
অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২০ দশমিক ৭, রাজশাহীতে ১৮, রংপুরে ১৯ দশমিক ৬, ময়মনসিংহে ১৮, সিলেটে ১৯, চট্টগ্রামে ২০ দশমিক ৭, খুলনায় ১৯ দশমিক ৬ এবং বরিশালে ১৮ এবং শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।