শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সংবাদ সংক্ষেপ

নাশকতার আট মামলায়

আগাম জামিন পেলেন

নিপুণ রায়

ম যাযাদি ডেস্ক

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা আট মামলায় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

ওএর আগে পৃথক আট মামলায় সোমবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চান নিপুণ রায়। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির।

পরে আইনজীবী নিতাই রায় চৌধুরী বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা এক মামলায় নিপুণ আগাম জামিন পেয়েছেন।

স্থগিত থাকছে পাপিয়ার

জামিন, রুল নিষ্পত্তির

নির্দেশ আদালতের

ম যাযাদি ডেস্ক

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

অর্জনের মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে জামিন নিয়ে হাইকোর্টে জারি রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পাপিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সাঈদ আহমেদ রাজা ও শাহ মনজুরুল হক।

এর আগে, গত ১ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুল দিয়ে পাপিয়াকে ছয় মাসের জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২ নভেম্বর জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। ২০২০ সালের ৪ আগস্ট দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন।

বায়ুদূষণে শীর্ষে

দিলিস্ন, ঢাকা চতুর্থ

অবস্থানে

ম যাযাদি ডেস্ক

বায়ুদূষণে বিশ্বের ১০৭টি শহরের মধ্যে সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৭৯। বাতাসের এ মান 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়।

এদিন সকাল পৌনে ৯টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে ভারতের দিলিস্ন ও পাকিস্তানের লাহোর। ওই দুই শহরের স্কোর ছিল ৩৪৪ ও ২২১। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে