শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

টুকু-জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীর কারাদন্ড

যাযাদি ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
টুকু-জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীর কারাদন্ড

২০১৭ সালে রাজধানীর শাহজাহানপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপির ২০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৪৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামিদের দন্ডবিধির ১৪৮ ও ৩৪ ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড ও দন্ডবিধির ৪২৭ ও ৩৪ ধারায় এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে আসামিদের ২ বছর করে সাজা ভোগ করতে হবে বলে রায়ে উলেস্নখ করেছেন আদালত।

দন্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ভাসানী চাকলাদার, মো. মহসীন, মো. হানিফ হোসেন বাবু, মো. বেলাল উদ্দিন, রফিকুল ইসলাম মজনু, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, তারিকুল ইসলাম জিকির, মো. বতেন, কাজী মো. জামাল, ইমরান খান ইমন, সোহাগ ভূঁইয়া, আ. সালাম খান, আরিফুর রহমান সুজন, শেখ শহিদুলস্নাহ টিপু, মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুলস্নাহ জামাল চৌধুনী আদিত্য, মো. সেলিম, আহমেদ, হুমায়ূন কবির নাহিদ।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া ৪৪ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে আবুল হোসেন ওরফে লিলু ও শামসুর রহমান হুমায়ূন বিচার চলাকালীন মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে