শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
ভোলাহাট সীমান্ত

মহানন্দায় মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে জেলে আহত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মহানন্দায় মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে জেলে আহত

মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম নামের এক জেলে আহত হয়েছেন। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে এই ঘটনা ঘটে। আহত জেলে একই উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উপজেলার পোলস্নাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় জাহাঙ্গীর আলম মহানন্দা নদীর বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের মধ্যে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন বলেন, 'ভোর সোয়া ৪টার দিকে ডান হাতে গুলিবিদ্ধ হয়ে তিনি মেডিকেলে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে

উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আহত ব্যক্তির ডান হাতের কনুইয়ে গুলি লেগেছে। সীমান্ত থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে