শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
সড়ক দুর্ঘটনা

৮ জেলায় ঝরল ১১ প্রাণ

টাঙ্গাইলে যাত্রীবাহী অটোরিকশায় পিকআপের ধাক্কায় চারজনসহ রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৮ জেলায় ১১ জন নিহত হন
যাযাদি ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সড়ক দুর্ঘটনা

রাজধানী ঢাকাসহ দেশের ৮ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাগুলো ঘটে। জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জে ট্রাক্টর উল্টে চালক, নারায়ণগঞ্জে নসিমন ও মোটর সাইকেল সংঘর্ষে নসিমন চালক, বগুড়ায় যাত্রীবাহী সিএনজি দাঁড়িয়ে এস্কেভেটরে ধাক্কা দিলে সিএনজি আরোহী নারী, চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় নারী, দিনাজপুরে মোটর সাইকেলের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী, বাগেরহাটে মাহিন্দ্র গাড়ির ধাক্কায় ভ্যান চালক এবং রাজধানীর সবুজবাগে মোটর সাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় বেসরকারি চাকরিজীবী এক নারী নিহত হয়েছেন এবং টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী অটোরিকশায় পিকআপের ধাক্কায় চারজন নিহত হন। সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর সবুজবাগে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। মানিকদিয়া ক্লাব মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম জেরিন তাসনিম (২৭)। তিনি রাজধানীর গুলশান এলাকার একটি গার্মেন্টস কোম্পানিতে মার্চেন্ডাইজার হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানায়, স্বামী ফখরুল হাসানের সঙ্গে মোটর সাইকেলে করে অফিসে যাচ্ছিলেন জেরিন। মানিকদিয়া ক্লাব মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারালে মোটর সাইকেলসহ তারা পড়ে যান। সে সময় একটি ট্রাক জেরিনকে চাপা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, 'গুরুতর আহত অবস্থায় জেরিনকে জরুরি বিভাগে আনা হয়। সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।' সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আলী আহামদ বলেন, 'মোটর সাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে।' পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জেরিন তার স্বামীর সঙ্গে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় থাকতেন। জেরিনের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা। তার পিতার নাম আকতার হোসেন। শালস্না (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শালস্নায় ট্রাক্টর উল্টে নূর ইসলাম (৪৫) নামের এক চালক মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভান্ডাবিল হাওড়ের নোয়াজাঙ্গাল নামক স্থানে ২৫ নং পিআইসি হাওর রক্ষা বাঁধের কাজে মাটি বহন করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে পড়ে চালক নূর ইসলাম ঘটনাস্থলেই মারা যান। রূপগঞ্জে নসিমুন-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১ : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নসিমন-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক কালু মিয়া (৪২) নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকার লিলি কেমিক্যাল কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক উপজেলার তারাবো পৌরসভার সুতালরা বাগান বাড়ি এলাকার মোহন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি বরিশালের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মৃত হাকিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদূরে দাঁড়িয়ে থাকা এস্কেভেটর বহনের ট্রলির পিছনে যাত্রীবাহী একটি সিএনজি ধাক্কায় আসমা বেগম (৫৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন নিহতের পুত্র ও সিএনজি চালক। নিহত আসমা বেগম বগুড়া গাবতলী উপজেলার কাগইল গ্রামের মৃত টুকু মিয়ার স্ত্রী। সোমবার ভোরে উপজেলার শিবপুরের কাছে নারিকেল বাগানের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সোমবার ভোরে নওগাঁর রানীনগর থেকে নিহত আসমা বেগম ও তার ছেলে রাজু আহম্মেদ (৩২) একটি সিএনজি ভাড়া নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ-বগুড়ার মহাসড়কের আদমদীঘির শিবপুরের অদূরে নারিকেল বাগানের সামনে পৌঁছালে যাত্রীবাহী সিএনজিটি দাঁড়িয়ে থাকা এস্কেভেটর (ভেকু) বহনের ট্রলির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আসমা বেগম নিহত হন। আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বলেন, 'নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।' স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, জেলার আলমডাঙ্গায় ট্রাকের চাপায় আনজিরা খাতুন (৪৫) নামে ভ্যান আরোহী নারীর মৃতু্য হয়েছে। পুলিশ ট্রাক চালককে আটক করেছে। সোমবার দুপুরে উপজেলার কালিদাসপুর আহসানউলস্নাহ ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী। এ সময় হামিদুল ও তার ছেলে আহত হন। আলমডাঙ্গা থানার ওসি তদন্ত একরামুল হোসাইন জানান, আনজিরা খাতুন আলমডাঙ্গা পৌর এলাকায় বাসা বাড়িতে কাজ করেন। আর স্বামী ভ্যান চালান। সোমবার নিজ গ্রাম থেকে ভ্যান যোগে আলমডাঙ্গায় আসছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা কালিদাসপুর আহসানউলস্নাহ ঘাটের কাছে পৌঁছালে বালি বোঝাই দ্রম্নতগামী একটি ট্রাক চাপা দিলে আনজিরা খাতুন ঘটনাস্থলে মারা যান। ট্রাক চালককে আটক করা হয়েছে। আহত দুইজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, ওয়াজ মাহফিলে থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় মো. রাকিব নামে এক স্কুল শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার বড় হাশিমপুর নয়াপাড়া গ্রামের খয়রাতের হোসেনের নাতি ও বড় হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। চিরিরবন্দর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, 'এ ঘটনায় চালকসহ মোটর সাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।' স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, রোববার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। তারা হচ্ছেন- মির্জাপুর উপজেলার গায়রাবেতিল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়ার মো. তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), নগর ভাতগ্রামের বিদু্যৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০) এবং নয়াপাড়ার সমেজ মিয়ার ছেলে নাজমুল ইসলাম (৩৪)। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, 'রোববার সন্ধ্যার দিকে সখীপুর থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দু'জন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট প্রতিনিধি জানান, খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলায় মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মো. তালিম সরদার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত তালিম উপজেলার সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের মো. ফজলু সরদারের ছেলে। রোববার বিকালে মালিডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘাতক মাহিন্দ্রার চালককে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে