বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গুদামে আগুন পুড়ল চাল-আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী

গাজীপুর প্রতিনিধি
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
টঙ্গীতে গুদামে আগুন পুড়ল চাল-আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী

টঙ্গীতে আগুনে অন্তত ১২টি গুদাম পুড়ে গেছে। এসব গুদামে চাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত রেখে পাইকারি বিক্রি করা হতো।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে কয়েকটি গুদামে আগুন লাগে। রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার।

স্থানীয় বাসিন্দা পলাশ মাহমুদ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে অবস্থিত কয়েকটি গুদামে আগুন লাগে। গুদামগুলোতে পেঁয়াজ, আলু, চালসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল মজুত করা ছিল। স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ গুদামে আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, সেই সঙ্গে ফায়ার সার্ভিসেও খবর দেন তারা। আগুন গুদামে মজুত করা পেঁয়াজ, চাল, আলুসহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে