ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন ভালুকায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় একই সিটে বসে একই আসনে এমসিকিউ পরীক্ষা দেওয়ার দায়ে ১০ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের সহযোগিতা করার দায়ে এক প্রভাষককে বহিষ্কারের নির্দেশনা দেওয়া হয়।
রোববার প্রথমে দিনে ভালুকা উপজেলার সায়েরা সাফায়াত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এ নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আলীনূর খান।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এবং এতে সহায়তা করায় ১০ পরীক্ষার্থী ও এক শিক্ষকের ব্যাপারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক সাদিকুর রহমান। পরীক্ষার্থীরা হলেন, মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।