সুনামগঞ্জে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর ও জাতীয়করণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করতে আসন্ন ঈদ-উল-আযহার আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জে এ মতবিনিময় সভা করেন শিক্ষকরা।
সভায় সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইনছান মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আব্দুল ছত্তার, শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন, জামালগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাতগাও জীব ধারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান, সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন প্রমুখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুস সত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।