ক্রীড়া ডেস্ক
লিগে খারাপ করলেও ইউরোপায় রীতিমত উড়ছে দল দুটি। পৌঁছেছে শিরোপার খুব কাছাকাছি। টুর্নামেন্টের ইতিহাসে এটি ষষ্ঠ অল ইংলিশ ফাইনাল। লিগে দুদলই একে অপরের খুব চেনা। তবে, এই মঞ্চে সর্বশেষ ৬১ বছর আগে মুখোমুখি হয়েছিল তারা। ১৯৬৩-৬৪ মৌসুমে রাউন্ড অব সিক্সটিনে পরস্পর মোকাবিলা করে দুদল। সেবার স্যার ম্যাট বাসবির ইউনাইটেড দুই লেগ মিলিয়ে জিতেছিল ৪-৩ ব্যবধানে।
চলতি মৌসুমে অবশ্য মুখোমুখি লড়াইয়ে এগিয়ে টটেনহ্যাম। রেড ডেভিলদের বিপক্ষে তিন দেখার সবকটিতে জিতেছে স্পাররা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে স্পারদের বিপক্ষে শেষ ৬ দেখাতে জয় পায়নি ইউনাইটেড। হেরেছে ৪টি, ড্র ২টি।
ইউরোপা ইতিহাসে এবারই প্রথম এমন দুটি দল ফাইনাল খেলছে, যারা লিগে দেখেছে মুদ্রার উল্টোপিঠ। পুরো মৌসুম ছন্দহীন, অথচ রাজত্ব করেছে এই টুর্নামেন্টে। টটেনহ্যাম কোচ আঙ্গে পোস্তেকগোলু ও ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের সামনে সুযোগ প্রথমবারের মতো ইউরোপার শিরোপা তুলে ধরার। তাইতো আজ এই দুই কোচ উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিততে দারুণভাবে মুখিয়ে আছেন।