সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন

ববি হাজ্জাজ
যাযাদি ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন

কোটাবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার যে ঢল রাজপথে নেমেছে তাতে বাংলা বসন্তের আগমনী বার্তা শোনা যাচ্ছে জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, জনরোষ থেকে বাঁচতে হলে গণহত্যার দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

শনিবার এনডিএমের দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ববি হাজ্জাজ এ কথা জানান।

ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী আজ জাতির কাছে খলনায়কে পরিণত হয়েছে। কোটা আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বর্বর হত্যাকান্ড চালিয়েছে তার সব দায়ভার এই মাফিয়া সরকারের। আজ ছাত্র-জনতার যে ঢল রাজপথে নেমেছে সেটা আমাদের বাংলা বসন্তের আগমনী বার্তা শোনাচ্ছে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ এবং অসহযোগ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ববি হাজ্জাজ বলেন, আমরা তাদের এসব কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা জানাচ্ছি।

দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যানার ছাড়াই রাজপথে নেমে আসুন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে বিচার চেয়ে লাভ নেই। এদের পদত্যাগই এখন একমাত্র সমাধান।

ববি হাজ্জাজ বলেন, রক্তে রাঙা হাত নিয়ে সরকার পরিচালনার কোনো নৈতিক অধিকার আওয়ামী লীগের নেই। হেলিকপ্টার থেকে গুলি, রিমান্ডের নামে নির্যাতন, গণগ্রেপ্তার, জোরপূর্বক পুলিশ হেফাজতে আটক এবং ইন্টারনেট বন্ধ রেখে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। এদেশের মাটিতে এসবের বিচার হবেই ইনশাআলস্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে