শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

হাসিনাসহ আ'লীগের ৫২৫ নেতাকর্মীর নামে মামলা

যাযাদি ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০
হাসিনাসহ আ'লীগের ৫২৫ নেতাকর্মীর নামে মামলা

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৫২৫ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়াও মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্‌ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উলেস্নখ করা হয়েছে।

1

শনিবার

দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

মামলার বাদী ফরিদপুরের কোতোয়ালি থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে