দিনদুপুরে রাজধানীর ঢাকার পলস্নবীতে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারের জেরে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলিতে নিজ ঘরের জানালায় দাঁড়িয়ে থাকা নিরীহ এক নারীর মৃতু্য হয়েছে। এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার বিকাল সোয়া ৩টার দিকে পলস্নবী থানাধীন বাউনিয়াবাদ কাঁচাবাজার সংলগ্ন টেম্পোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এলাকাটি মামুনের ইয়াবার স্পট হিসেবে পরিচিত। ক্ষমতার পালাবদলের পর স্থানীয় মাদক ব্যবসায়ী মমিন গ্রম্নপ স্পটটির দখল নেওয়ার চেষ্টা করছিল। এ নিয়ে মাদক ব্যবসায়ী মমিন গ্রম্নপ ও মামুন গ্রম্নপের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মমিন গ্রম্নপের ২০-২৫ জন সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মামুনকে ধরে নিয়ে পাশেই মারধর ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় মামুনের ২০-২৫ জন অনুসারী ও কয়েকজন নারী হামলাকারীদের হাত থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে মমিন গ্রম্নপের সন্ত্রাসীরা মামুনকে হত্যার উদ্দেশে গুলি চালাতে থাকে। মামুনের লোকজনও পাল্টা গুলি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলি চলে বেশ কিছুক্ষণ। ঘটনাস্থলের কাছে দ্বিতীয় তলার ভাড়া বাসার জানালায় দাঁড়িয়ে সেই ঘটনা দেখছিলেন আয়েশা বেগম (৩৫) নামের ওই নারী। আচমকা একটি বুলেট সরাসরি ওই নারীর মাথার সামনের দিক দিয়ে বিদ্ধ হয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।