বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সংস্কার কমিশনের সঙ্গে ব্যবসায়ীদের সম্পৃক্ত হতে বললেন লুৎফে সিদ্দিকী

যাযাদি রিপোর্ট
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
সংস্কার কমিশনের সঙ্গে ব্যবসায়ীদের সম্পৃক্ত হতে বললেন লুৎফে সিদ্দিকী

অন্তর্র্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে যে ছয় কমিশন করেছে, সেসবের সঙ্গে ব্যবসায়ীদের আরও সম্পৃক্ত হওয়া দরকার বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

তিনি বলেছেন, 'ব্যবসায়ী কমিউনিটিকে রিফর্ম কমিশনগুলোর সঙ্গে আগের চেয়ে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। আমি বুঝতে পারছি, এ ক্ষেত্রে কিছুটা সংকোচ রয়েছে।'

1

'এ কমিশনগুলোকে তাদের কাজ করবার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্টরা, আমাদের বন্ধু ও সমর্থকরা কমিশনগুলোর সুপারিশের জন্য মুখিয়ে আছেন। তাই ব্যবসায়ীদের এ কমিশনগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।'

শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আইসিটি খাতের সংস্কার নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

লুৎফে সিদ্দিকী বলেন, 'পুলিশ সংস্কার কমিশন ব্যবসায়ীদের জন্য কি করবে? পাবলিক সার্ভিস সংস্কারের প্রক্রিয়া কীভাবে ব্যবসাকে প্রভাবিত করবে?'

'বেসরকারি সেক্টরের সদস্য ছাড়াই সরকারি কমিটিগুলো কেন গঠিত হচ্ছে? এই ফান্ডামেন্টাল প্রশ্নগুলো তুলতে হবে।'

বিশেষ দূত বলেন, 'সরকারে আমার সহকর্মীদের প্রতি আমার যে শ্রদ্ধা ও সম্মানবোধ- সেটা আর কোথাও পাইনি। আমাকে চিন্তা করতে হয় না অন্য দেশের সুবিধা-অসুবিধা।'

ব্যবসায়ীদের উদ্দেশ্যে লুৎফে সিদ্দিকী বলেন, 'কী করতে হবে, কবে বা কোথায় করতে হবে- সেটা আমাদের লিখে পাঠান। আমি বিষয়গুলো নিয়ে আমার সহকর্মীদের সঙ্গে কথা বলব।'

তিনি বলেন, যখন সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করা হয়, তখন তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

'সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন ছাড়া ঢালাওভাবে বলা কথাবার্তার প্রতিক্রিয়া জানানো যায় না।'

ডিসিসিআইয়ের সভাপতি আশরাফ আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইসিটি খাত সংস্কারে নানা তথ্য ও প্রস্তাব উপস্থাপন করেন বডস্টিন টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মীর শাহরুখ ইসলাম।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে