সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঘনকুয়াশা, ১৪ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা

যাযাদি ডেস্ক
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
ঘনকুয়াশা, ১৪ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা
দিনাজপুরে ঘনকুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছেন এক ব্যক্তি -সংগৃহীত

অগ্রহায়ণের শুরুতে ক্রমেই তাপমাত্রা কমছে উত্তরের জেলা দিনাজপুরে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া জেঁকে বসতে শুরু করেছে উত্তরের এ জনপদে।

রোববার সকালে দিনাজপুরে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, নভেম্বর মাসজুড়ে তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথমেই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে একই তাপমাত্রা থাকলেও গত শনিবার এই তাপমাত্রা কমে দাঁড়ায় ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার এই তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি। এটি এখন পর্যন্ত দিনাজপুরের চলতি মৌসুমের সর্বনিম্ন।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, 'নভেম্বর মাসজুড়ে তাপমাত্রা কমার প্রবণতা থাকবে। তবে তীব্র শীত হবে ডিসেম্বরে। ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম থেকেই এই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

এদিকে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, রংপুর বিভাগে বিভিন্ন স্থানে তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ সোমবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে উলেস্নখযোগ্য পরিবর্তন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে