শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

'বিয়েতে রাজি না হওয়ায়' ব্যবসায়ী নজরুল খুন

যাযাদি ডেস্ক
  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'বিয়েতে রাজি না হওয়ায়' ব্যবসায়ী নজরুল খুন

পুরান ঢাকার চকবাজারে নিজ বাসায় ব্যবসায়ী নজরুল ইসলামকে খুনের ঘটনায় সাবিনা আক্তার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাকরি দেওয়ার আলোচনার সূত্রে মাসখানেক আগে দুইজনের পরিচয় হয় জানিয়ে পুলিশ বলছে, চাকরি না দেওয়া ও পরিচয়সূত্রে সম্পর্ক হলেও বিয়েতে রাজি না হওয়ার জেরে ব্যবসায়ীকে খুন করা হয়।

লাশ উদ্ধারের দুই দিন আগে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। লালবাগের আলীনগরে 'নজরুল ইঞ্জিনিয়ারিং' নামের ওয়ার্কশপ চালাতেন নজরুল।

গত বুধবার চকবাজারের পোস্তা এলাকার ৬৬১ নম্বর এশিয়া টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে হাত, পা ও মুখ বাঁধা এবং পুরুষাঙ্গ কাটা অবস্থায় ৪৬ বছর বয়সি নজরুল ইসলামের লাশ উদ্ধার করে চকবাজার মডেল থানা পুলিশ।

মামলার তদন্তে নেমে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত ২৫ বছর বয়সি সাবিনা আক্তারকে শনাক্ত করার পর শনিবার যশোরের বাঘারপাড়ার মির্জাপুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, গ্রেপ্তার সাবিনা জিজ্ঞাসাবাদে নজরুলকে হত্যার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে নিহত নজরুলের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে