শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

'হাজিরা দিয়ে কাজ না করে চলে যাওয়া চলবে না'

  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'হাজিরা দিয়ে কাজ না করে চলে যাওয়া চলবে না'
'হাজিরা দিয়ে কাজ না করে চলে যাওয়া চলবে না'

ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শনের অংশ হিসেবে রোববার ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শনকালে ওয়ার্ডের পরিচ্ছন্ন বিভাগের পরিচ্ছন্ন কর্মীদের হাজিরা যাচাই করেন।

এ সময় সিটি কর্পোরেশনের কর্মীদের উদ্দ্যেশে মেয়র বলেন, আমি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। শুধু চেহারা দেখা গেলে হবে না। আমি যদি রাস্তায় না পাই তাহলে ব্যবস্থা নেব। যেকোনো মুহূর্তে আসবো রাস্তায় যদি ওই জায়গায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে না পাই তাহলে ও মুহূর্তে চাকরি শেষ। ডিউটি ফুল টাইম করতে হবে, হাজিরা দিয়ে বাসায় চলে যাওয়া চলবে না। আমি শুনেছি যে আপনারা স্প্রে পরিচিত লোক দেখে দেখে মারেন। যারা পরিচিত তাদের বাসায় মারবেন, যারা অপরিচিত তাদের বাসায় মারবেন না এটা হতে পারে না। আপনারা সব জায়গায় মশার স্প্রে করবেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীসহ (মারুফ) পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে