বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 'আধুনিক অফিস ব্যবস্থাপনা' শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা রোববার বাউবির কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি ও কর্মশালার রিসোর্স পারসন সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জহির রায়হান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা।
বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন স্কুল ও বিভাগের ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি