নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং আর্থ ক্লাব এর যৌথ উদ্যোগে ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির অডি ৮০১-এ পলিসি ইনোভেশন চ্যালেঞ্জ (পিআইসি) ২০২৪ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাধারার আদলে নতুন ও সময়োপোগী নীতিমালার উদ্ভাবন ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
বিশিষ্ট শিক্ষাবিদ এবং নীতিনির্ধারকদের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ (ডিইএসএম) এর চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সুজাউদ্দিন; বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগ (পিএসএস) এর চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব ওমর ফারুক ফাহিম; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস (এসএইচএলএস) এর ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র।
ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্িদ্বতাকারী পাঁচটি দল-এলিট মেভেরিকস, পলিসি পায়োনিয়ার্স, অ্যাস্টেরয়েড ডেস্ট্রয়ার, টিম রিত, এবং বাউন্ডারি ব্রেকার্স্ত তাদের প্রস্তাবিত নীতিমালা উপস্থাপন করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এনএসইউ এর সহযোগী অধ্যাপক এবং এসআইপিজির সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর সমন্বয়ক ড. আব্দুল ওহাব এ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে আর্থ ক্লাবের সভাপতির স্বাগত বক্তব্যের পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক মো. শাইয়ান সাদিক তার বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অংশগ্রহণকারীদের সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক অবদানের জন্য প্রশংসা করেন।
বিজয়ী দলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়। জয়ী দল হিসেবে 'দ্য অ্যাস্টেরয়েড ডেস্ট্রয়ার' ৫০,০০০ টাকা পুরস্কার এবং রানার-আপ হিসেবে পলিসি পায়োনিয়ার্স ৩০,০০০ টাকা পুরস্কার লাভ করে। সংবাদ বিজ্ঞপ্তি