বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

 চন্দনাইশে ধান গবেষনা ইনস্টিটিউটের ২ দিন ব‍্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৮:০১
 চন্দনাইশে ধান গবেষনা ইনস্টিটিউটের ২ দিন ব‍্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন “যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ” প্রকল্পের অর্থায়নে কৃষিযন্ত্র চালনা, মেরামত ও রক্ষণাবেক্ষনের উপর যন্ত্রচালক ও মেকানিকদের ২ (দুই) দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

২১ ও ২২ মে দুইদিব‍্যাপী এ প্রশিক্ষণ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ এলাকায় বাংলামার্কের কারখানায় অনুষ্টিত হয়।

1

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. একেএম সাইফুল ইসলাম, বাংলামার্ক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: সিরাজুল ইসলাম, ব্রি’র সিনিয়র প্ল্যানিং অফিসার মো: সাইদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা আরাফাত উল্লাহ খান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীরা আধুনিক কৃষিযন্ত্রের উপর হাতে কলমে ব্রি সীড সোয়ার মেশিন, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার বাইন্ডার, কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রশিক্ষণ গ্রহন করেন।

এ সময় তারা কৃষিযন্ত্র চালনা প্রশিক্ষনের সুযোগ পাওয়ায় বেশ সন্তোষ প্রকাশ করেন এবং আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে বেশ আগ্রহ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে