ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ উপজেলা শাখার ব্যানারে মেডিকেল মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ জেলা সমিতির সদস্য রেজাউল আলম স্বপন, বাজারের ওষুধ ব্যবসায়ী মাসুদ রানা পাটোয়ারী, ইদ্রিস আল আজাদ, মাহবুবুর রহমান বুলবুল,তোফায়েল আহমেদ লায়ন, আব্দুল মতিন, খায়রুল ইসলাম, সম্রাট হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা চার দফা তুলে ধরে বলেন, ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ অতিদ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক রবরাহ বন্ধ করা, সরকার কর্তৃক সকল ওষুধের মূল্য নির্ধারণ করা।
এই চার দফা দাবি বাস্তবায়ন করা না হলে বক্তারা আগামীতে দুর্বার আন্দোলনেরও ঘোষণা দেন।