বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

দামুড়হুদায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ২২ মে ২০২৫, ১৭:৫৭
দামুড়হুদায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম 
ছবি : যায়যায়দিন

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে যৌন হয়রানি, (ইভটিজিং) মাদক, বাল্য বিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষায়ক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০ টার সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন চত্বরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার তিথি মিত্র,. সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফাহাদ চৌধুরী, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, দামুড়হুদা উপজেলা নায়েবে আমির আব্দুল গফুর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সহসভাপতি করম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভুট্ট, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

1

প্রধান অতিথি বলেন, সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ডরোধ করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। নিজের জীবনকে ভালোবাস হবে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে জনসচেতনতা তৈরি করতে হবে।

অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে