শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ
যাযাদি ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় মঙ্গলবার শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪১ স্কোর নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।

মঙ্গলবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এ সময় ২১৯ একিউআই স্কোর নিয়ে তালিকায় তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর।

শহরটিতে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে ছিল যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (১৯৪), ভারতের দিলিস্ন (১৯১) ও কলকাতা (১৭৮)।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায়। ৩৪৮ একিউআই স্কোর নিয়ে সেখানে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে ছিল।

তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৬৫), মিরপুরের কল্যাণপুর (২৫৯), আগাখান একাডেমি (২৫৭), গুলশান-২ রব ভবন এলাকা (২৪৪), সাভারের হেমায়েতপুর (২৪২), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৪১), মহাখালীর আইসিডিডিআর,বি এলাকা (২৩৫), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৩২), গুলশান লেক পার্ক (২২৯) এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।

আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ :এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান বর্তমানে মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে। এ অবস্থায় সবাইকে বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এমন অবস্থায় সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরার্মশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে। ইটভাটা, শিল্পকারখানার মালিকদের এবং সাধারণ মানুষকে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করতে বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে, কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহণের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুইবার পানি ছিটানো, পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা। এতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে