শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে :স্বাস্থ্য উপদেষ্টা

  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে :স্বাস্থ্য উপদেষ্টা
রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে :স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা কেবল ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা স্বাস্থ্যসেবা নয়। এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে। আমরা যদি সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব।

মঙ্গলবার রাজধানীতে বিএসএমএমইউ কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস-বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, 'কী করলে প্রেসার হবে না, এ জন্য জীবনযাত্রায় কী পরিবর্তন আনবে, এর প্রতি আমাদের নজর দেওয়া উচিত।'

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী। আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশি আমেরিকান ব্যবসায়িক নির্বাহী উমর ইশরাক, মেডট্রনিক ল্যাবসের প্রেসিডেন্ট রুচিকা সিনঘাল। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে