শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিডিকলিং আইটির নতুন কমিউনিকেশন পার্টনার বস্ন্যাকবোর্ড স্ট্র্যাটেজিস

  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বিডিকলিং আইটির নতুন কমিউনিকেশন পার্টনার বস্ন্যাকবোর্ড স্ট্র্যাটেজিস
বিডিকলিং আইটির নতুন কমিউনিকেশন পার্টনার বস্ন্যাকবোর্ড স্ট্র্যাটেজিস

দেশের শীর্ষস্থানীয় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেডের কৌশলগত যোগাযোগ অংশীদার হিসেবে (স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার) নিযুক্ত হয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটির অঙ্গ-প্রতিষ্ঠান বস্ন্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এ উপলক্ষে সম্প্রতি দুইপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ৯ ডিসেম্বর ঢাকায় অবস্থিত সংস্থাটির করপোরেট অফিসে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিডিকলিং আইটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবিনা আক্তার, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন, অ্যাডমিন ও এইচআর হেড ক্যাপ্টেন মো. নাহিদ হাসান (অব.), পিআর ও মার্কেটিং ম্যানেজার শরীফ আহমেদ ও সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত ইসলাম।

এছাড়া বস্ন্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন।

২০১৩ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য অ্যাপিস্নকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও মোশন গ্রাফিক্সসহ বিভিন্ন আইটি সমাধান এবং ব্যবসায়িক সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত চার হাজারেরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে বিডিকলিং আইটি লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে