দেশের শীর্ষস্থানীয় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেডের কৌশলগত যোগাযোগ অংশীদার হিসেবে (স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার) নিযুক্ত হয়েছে এশিয়াটিক থ্রিসিক্সটির অঙ্গ-প্রতিষ্ঠান বস্ন্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। এ উপলক্ষে সম্প্রতি দুইপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ৯ ডিসেম্বর ঢাকায় অবস্থিত সংস্থাটির করপোরেট অফিসে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বিডিকলিং আইটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাবিনা আক্তার, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনির হোসেন, অ্যাডমিন ও এইচআর হেড ক্যাপ্টেন মো. নাহিদ হাসান (অব.), পিআর ও মার্কেটিং ম্যানেজার শরীফ আহমেদ ও সিনিয়র এক্সিকিউটিভ নুসরাত ইসলাম।
এছাড়া বস্ন্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন।
২০১৩ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য অ্যাপিস্নকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও মোশন গ্রাফিক্সসহ বিভিন্ন আইটি সমাধান এবং ব্যবসায়িক সহায়তা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত চার হাজারেরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে বিডিকলিং আইটি লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি