শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই :বাউবি উপাচার্য

  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই :বাউবি উপাচার্য
কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই :বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-কর্মকর্তাদের জন্য হওয়া উচিত। এই কর্মশালার রিসোর্স পারসন অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের 'আধুনিক অফিস ব্যবস্থাপনা' বিষয়ে যে প্রশিক্ষণ দিয়েছেন, তা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে।

৯ ডিসেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 'আধুনিক অফিস ব্যবস্থাপনা' শীর্ষক দুইদিনের কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসু্যরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও কর্মশালার রিসোর্স পারসন সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসু্যরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জহির রায়হান।

অনুষ্ঠানে আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক খান মো. মনোয়ারুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে