শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নভেম্বরে বিজিবির অভিযানে ১৭২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নভেম্বরে বিজিবির অভিযানে ১৭২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নভেম্বর মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭২ কোটি দুই লাখ আট হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করেছে। জব্দ পণ্যের মধ্যে রয়েছে- আট কেজি ৫৭০ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৭৯৫ গ্রাম রুপা, ১৫ হাজার ৭০৩টি শাড়ি, ২২ হাজার ৮৪০টি থ্র্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১৪ হাজার ৪০৬টি তৈরি পোশাক ও ২৯ হাজার ৫২৯ মিটার থান কাপড়।

এছাড়া অভিযানে ছয়টি পিস্তল, আটটি গান জাতীয় অস্ত্র, একটি রাইফেল, একটি রিভলবার, সাতটি ককটেল, চারটি ম্যাগাজিন ও ৪২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নভেম্বর মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এসব মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৯ লাখ ৬৬ হাজার ৬৯৬ পিস ইয়াবা, এক কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ছয় কেজি ৭৩৭ গ্রাম হেরোইন, ২৩ হাজার ৪৪৯ বোতল ফেনসিডিল ও ১৫ হাজার ৫৪৯ বোতল বিদেশি মদ।

অভিযানে সীমান্তে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানি, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৯২ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ২ হাজার ৫৯৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে