বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নভেম্বর মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭২ কোটি দুই লাখ আট হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করেছে। জব্দ পণ্যের মধ্যে রয়েছে- আট কেজি ৫৭০ গ্রাম স্বর্ণ, ১৬ কেজি ৭৯৫ গ্রাম রুপা, ১৫ হাজার ৭০৩টি শাড়ি, ২২ হাজার ৮৪০টি থ্র্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১৪ হাজার ৪০৬টি তৈরি পোশাক ও ২৯ হাজার ৫২৯ মিটার থান কাপড়।
এছাড়া অভিযানে ছয়টি পিস্তল, আটটি গান জাতীয় অস্ত্র, একটি রাইফেল, একটি রিভলবার, সাতটি ককটেল, চারটি ম্যাগাজিন ও ৪২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নভেম্বর মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এসব মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৯ লাখ ৬৬ হাজার ৬৯৬ পিস ইয়াবা, এক কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ছয় কেজি ৭৩৭ গ্রাম হেরোইন, ২৩ হাজার ৪৪৯ বোতল ফেনসিডিল ও ১৫ হাজার ৫৪৯ বোতল বিদেশি মদ।
অভিযানে সীমান্তে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জন চোরাচালানি, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৯২ জন বাংলাদেশি নাগরিক ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ২ হাজার ৫৯৭ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি