শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার

যাযাদি ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান।

নিহতরা হলেন- ওই এলাকার ভাড়াটিয়া মাহফুজুর রহমান সাগর (২২), তার স্ত্রী রেহেনা আক্তার নূপুর (২০) এবং কাশর এলাকার ভাড়াটিয়া সোনালী আক্তার (২৪)।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে হুমায়ুন কবির বলেন, সাগর ও তার স্ত্রী নূপুরের লাশ একই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। অন্যদিকে, কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে সোনালী আক্তার তার স্বামীর সঙ্গে অভিমান করে একই কায়দায় গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত মাফিজুর রহমান সাগর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে। তার স্ত্রী রেহেনা আক্তার নূপুর নেত্রকোনা মদনের দুখু মিয়ার মেয়ে। তারা ভালুকার হবিরবাড়ী এলাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানায়।

থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে