শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

শিক্ষার্থীকের্ যাগিংয়ের

অপরাধে চুয়েটের

১১ ছাত্র বহিষ্কার

ম চট্টগ্রাম বু্যরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জুনিয়র শিক্ষার্থীদেরর্ যাগিং করার দায়ে ১১ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।

বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপিস্নন কমিটির ২৭৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ২৩ ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্তার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ

গেল নারীর

ম যাযাদি রিপোর্ট

ঢাকার কুড়িল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে 'ধাক্কা খেয়ে' এক নারীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকার রেলওয়ে থানার পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, 'রাস্তা পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে একজন মারা গেছেন।'

স্থানীয়দের বরাতে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তারা মিয়া বলেন, আনুমানিক ৩৮ বছর বয়সি ওই নারীর নাম শামসুন্নাহার। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তিনি কুড়িল এলাকায় থাকতেন। পুলিশ কর্মকর্তা তারা বলেন, সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি।

আজ ৬ ঘণ্টা গ্যাস

থাকবে না যে সব

এলাকায়

ম যাযাদি ডেস্ক

সাভারের আমিনবাজারের সিটিগেট স্টেশনে সংস্কার কাজের জন্য শুক্রবার সাভার, আমিনবাজার ও হেমায়েতপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার গ্যাস বিতরণ সংস্থা তিতাসের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

তিতাস বলছে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকার পুরো মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে