শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হিট প্রকল্প সহায়ক হবে :ইউর্জিসিযাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হিট প্রকল্প সহায়ক হবে :ইউজিসি

  ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হিট প্রকল্প সহায়ক হবে :ইউর্জিসিযাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হিট প্রকল্প সহায়ক হবে :ইউজিসি
র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হিট প্রকল্প সহায়ক হবে :ইউর্জিসিযাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হিট প্রকল্প সহায়ক হবে :ইউজিসি

দেশের বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা খাতকে এগিয়ে নিতে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এক হাজার দুইশ' কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গবেষণার মানোন্নয়নে এবং আন্তর্জাতিকর্ যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান অর্জনে গবেষণা খাতের এই বরাদ্দ কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।

বৃহস্পতিবার ইউজিসিতে অনুষ্ঠিত 'একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়ন কৌশল' শীর্ষক এক কর্মশালায় তারা এসব কথা বলেন।

হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। এছাড়া, অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম, পিএসসির সদস্য প্রফেসর ড. এম সোহেল রহমান, ইম্প্রম্নভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. আমিনুল হক আকন্দ, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি আসহাবুর রহমান এবং ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি বক্তব্যে প্রফেসর সাইদুর রহমান বলেন, 'অনেক সময় গবেষণার বিষয় ভালো হলেও সঠিকভাবে প্রকল্প প্রস্তাব না লেখার কারণে তা গবেষণা বরাদ্দের জন্য বিবেচিত হয় না।'

প্রফেসর আসাদুজ্জামান বলেন, 'হিট প্রকল্পের সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)। এর আওতায় গবেষণা পরিচালনার জন্য প্রায় এক হাজার দুইশ' কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশের মানুষের কল্যাণ হয় এমন সব গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিযোগিতার ভিত্তিতে প্রকল্প প্রস্তাব আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে।'

হিট প্রকল্পের কনসালটেন্ট প্রফেসর ড. মোজাহার আলী কর্মশালায় একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়নের কলাকৌশল তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে