সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ নিয়ে ১৩৭ মিথ্যা খবর ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম

যাযাদি রিপোর্ট
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ নিয়ে ১৩৭ মিথ্যা খবর ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশ নিয়ে গত বছর ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অন্তত ১৪৮টি ভুয়া খবর প্রচার করা হয়েছে। এর মধ্যে ৭২টি গণমাধ্যম ৩২টি বিষয়ে মোট ১৩৭টি প্রতিবেদন প্রকাশ করেছে, যেগুলোতে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে। শনিবার স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণ বলছে, সে হিসাবে গত বছর ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রতি আড়াই দিনে বাংলাদেশ নিয়ে একটি করে ভুল তথ্য প্রচার করা হয়েছে।

1

বিশ্লেষণে আরও বলা হয়েছে, এক্সসহ ভারত থেকে পরিচালিত এবং ভারতীয়দের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া এ তথ্যগুলো অন্তত ২৫ কোটি বার ভিউ হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের সময় গত বছরের আগস্ট থেকে ভারতীয়দের মিথ্যা তথ্য প্রচারের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।

গত বছর ভারতীয়দের ছড়ানো ১৪৮টি মিথ্যা তথ্যের মধ্যে ১১৫টিই সাম্প্রদায়িক ইসু্য। আর এ তথ্য প্রচারের বড় একটি মাধ্যম ছিল এক্স। কেবল আগস্ট মাসেই এক্সে ৫১টি সাম্প্রদায়িক মিথ্যা তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো থেকেও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। অন্তত ১০টি ঘটনায় ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে সাম্প্রদায়িক ইসু্যতে মিথ্যা তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই), এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ, আজতক, রিপাবলিক বাংলা্থর মতো মূলধারার সংবাদমাধ্যমগুলোতে এসব তথ্য প্রচার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে