বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

জুলাই অভু্যত্থানে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে

যাযাদি রিপোর্ট
  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
জুলাই অভু্যত্থানে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে
অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত সাত জনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারের উদ্দেশে রওনার মুহূর্তে -ফোকাস বাংলা

অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে আহত সাত জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ০৫৮৪) সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টারের উদ্দেশে রওনা দেন তারা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, ওই সাত জন হলেন- আব্দুলস্নাহ আল বাকী, আকতার হোসেন, মো. ইয়ামিন, ফয়েজ আহমেদ, মিনহাজুল ইসলাম শুভ, মোহাম্মদ রমজান ও সালমান বিন শোয়াইব। এর আগে তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে