জন্মদিন উপলক্ষে বাড়িতে চলছে শিশু সাদিব হোসেনের জন্মদিনের আয়োজন। এর এক ফাঁকে সে বাড়ির কাছে সড়কে বেরিয়ে দুর্ঘটনায় নিহত হয়। মুহূর্তেই বিষাদ নেমে আসে পরিবারে। শুক্রবার দুপুরে পাবনার বেড়া উপজেলার সাঁথিয়া-পুন্ডুরিয়া সড়কের আফড়া শামুকজানি বাজারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দুইটার দিকে সাঁথিয়া বাজার থেকে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশা পুন্ডুরিয়া বাজারের দিকে যাচ্ছিল। আফড়া শামুকজানি বাজারের কাছে পৌঁছালে শিশু সাদিব সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে এতে থাকা ছয়জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু সাদিবের বাবা ফারুক হোসেন ৪
বলেন, 'আজ সাদিবের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও করা হয়েছিল। কিন্তু তা আর পালন করা হলো না।'
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'