বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

১০ম শাহ্‌ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট

  ২৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
১০ম শাহ্‌ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট
১০ম শাহ্‌ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট

২২-২৪ জানুয়ারি পর্যন্ত ৩ দিন ব্যাপী '১০ম শাহ্‌ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫' কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি/বিদেশি সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের ৬৫০ জন গলফার অংশ নিয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে শুক্রবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

টুর্নামেন্টে অংশ নেওয়া সদস্য ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, আবুল খায়ের গ্রম্নপের এক্সিকিউটিভ ডাইরেক্টর, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহিদুলস্নাহ চৌধুরী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মো. শহিদুল হক (অব.), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লে. কর্ণেল আবু মো. সাইদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লে. কর্ণেল মো. আনোয়ার হোসেন (অব.), নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আবুল খায়ের গ্রম্নপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে