নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব') আবুল ফজল মো. সানাউলস্নাহ্ বলেছেন, '২০২৬ সালের প্রথমার্ধে যে কোন সময় সংসদ নির্বাচন। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।'
রোববার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের রাজরাহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ইসি সানাউলস্নাহ বলেন, ভোটার তালিকা হালনাগাদ কোন কিছুর সাথে সম্পৃক্ত নয়। ভোট যখনই হোক আমাদের ভোটার তালিকা প্রয়োজন হবে। আর এ ভোটার তালিকা নিয়ে যা কিছু অভিযোগ আছে সেগুলো আমাদের নিরসন করতে হবে। প্রতি বছর পহেলা জানুয়ারী থেকে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হয়। ২রা মার্চে গিয়ে এটা চুড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়। এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংগ্রহ করা হচ্ছে। ভুয়া ভোটার তালিকা তৈরি এবং বিভিন্ন নির্বাচনে ভুয়া ভোটারের উপস্থিতি, এগু্রলো যেন না হয় সেজন্য স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদ করতে হচ্ছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে গ্রহন যোগ্য, সুন্দর, সুষ্ঠ ও প্রশ্নহীন নির্বাচন উপহার দেয়াই আমাদের কাজ।
নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ট্রান্সফারিং করার জন্য সকলের সহযোগীতায় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি না করে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া। এর আগে তিনি ওই কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি ভোট এবং ভোটার সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনারের একান্ত সচিব এসএম জাকির হোসেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুপ্ত করিম, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।