শনিবার, ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ঢাকায় পলিথিনবিরোধী অভিযানে হামলা আহত ১

যাযাদি রিপোর্ট
  ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঢাকায় পলিথিনবিরোধী অভিযানে হামলা আহত ১

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের পলিথিন তৈরির কয়েকটি কারখানায় অভিযানে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ওই হামলার ঘটনায় আহত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকবাজার থানার ওসি রেজাউল হোসেন বলেন, 'পরিবেশ অধিদপ্তর থেকে উনারা এসেছিলেন। কিছু জায়গায় তালা ছিল। এরকম দুইটা গোডাউনে তালা কেটে মালামাল পেয়ে উনারা ব্যবস্থা নিয়েছেন। তার প্রেক্ষিতেই কিছু লোকজন উনাদের ওপর চড়াও হয়।' হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি রেজাউল।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এদিন পরিবেশ অধিদপ্তর চকবাজারের কয়েকটি কারখানায় তারা অভিযান চালায়। ম্যাজিস্ট্রেট রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়েকটি কারখানা থেকে কিছু মালামাল জব্দ করে গাড়িতে তোলা হয়। পরে এলাকার ব্যবসায়ীসহ আশপাশের লোকজন হামলা চালিয়ে গাড়ি থেকে মালামালগুলো নিয়ে যায়।

আহত শওকত আলীর সহকর্মীরা জানিয়েছেন, পলিথিন পাওয়া করখানাগুলো সিলগালা করে ফিরে যাওয়ার সময় তাদের গাড়ি আটকে হামলা চালানো হয়। হামলাকারীরা ট্রাকটি ভাঙচুর করে জব্দ করা মালামাল নিয়ে যায় বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে