বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কাউন্সিল অব এমআইএসটি'র ২২তম সভা

  ২৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
কাউন্সিল অব এমআইএসটি'র ২২তম সভা
কাউন্সিল অব এমআইএসটি'র ২২তম সভা

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটি-এর ২২তম সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। 'কাউন্সিল অব এমআইএসটি', এমআইএসটি-এর সর্ব্বোচ্চ্ নীতি নির্ধারণী বডি। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, মো. আশরাফ উদ্দিন, সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়; মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম; মেজর জেনারেল মো. নাসিম পারভেজ; মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান; মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম ও অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের গণ্যমান্য সদস্যরা।

1

সভায় এমআইএসটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে বিভিন্ন বিভাগের আসন সংখ্যা বৃদ্ধি, আন্তর্জাতিকর্ যাংকিংয়ে অন্তর্ভুক্তির লক্ষ্যে নতুন অনুষদ ও প্রোগ্রাম চালু, সাইবার সিকিউরিটিতে এমএসসি ডিগ্রি প্রোগ্রাম প্রবর্তন, বায়োমেডিক্যাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (ইজওঈ) স্থাপন এবং 'ইঞ্জিনিয়ারিং সেল' গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। কমান্ড্যান্ট এমআইএসটি সভার সবাইকে স্বাগত জানান এবং এমআইএসটির অর্জন ও চ্যালেঞ্জ সংক্ষেপে তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর গুরুত্ব তুলে ধরেন এবং সিদ্ধান্তগুলো এমআইএসটির জন্য নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে